1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে লেবু গাছের সাথে এ কেমন শত্রুতা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে লেবু গাছের সাথে এ কেমন শত্রুতা

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৫৩৩ জন পড়েছেন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ এ কেমন শত্রুতা আর কেমনই বা প্রতিশোধ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির পাচঁ বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে লাগানো প্রায় আড়াইশ’রও বেশী লেবু গাছ এক রাতেই কেটে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ মে) রাতে উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের মোহাজেরাবাদ এলাকায় দূর্বৃত্তরা এমন কান্ড ঘটায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

লেবু বাগান মালিকের অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,মোহাজেরাবাদ এলাকার দক্ষিন পাড়ার উচু টিলায় সারিবদ্ধভাবে লেবু ও আনারসের বিশাল বাগান গড়ে উঠেছে।ওই এলাকার তরুণ বাগান ব্যবসায়ী মো. ইদ্রিস মিয়া সেখানে লেবু ও আনারস চাষাবাদ শুরু করেন। বাগানে এক হাজার’ লেবু গাছ রয়েছে। রাতের আধারে দুর্বৃত্তরা ফলনসহ ২৫০টিরও বেশী জীবন্ত লেবু গাছ কর্তন করে দেয়।

লেবু বাগান মালিক ইদ্রিস মিয়া অভিাযোগ করে বলেন, নিজের শরীরেও আঘাত করলে এতোটা কষ্ট পেতাম না, যেভাবে আমার লেবু বাগানের গাছগুলো কেটে নষ্ট করা হয়েছে। নষ্ট করে দেয়া প্রত্যেকটি লেবু গাছে আড়াইশ থেকে চারশ লেবু ধরেছে এগুলো বিক্রয় করার উপযুক্ত হলে বিক্রয় করলে প্রায় ৫ লাখ টাকারও বেশী বেঁচা যেত। এখন আমার পুরোটাই ক্ষতি সাধিত হয়েছে।

এলাকার লেবু বাগান মালিক মো. জহির মিয়া জানান, এঘটনায় আমরা অন্যরা যারা লেবু বাগান নিয়ে আছি আমরা আতঙ্কে রয়েছি।আমাদেরও বাগানেও এরকম আক্রমন হতে পারে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যে বা যাহারা এই কর্মকান্ডের সাথে জড়িত আছেন তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হউক।

এব্যাপারে ইউপি সদস্য মো. ফারুক আহমেদ জানান,লেবু বাগান মালিক মো. ইদ্রিস মিয়ার বাগানে দুবৃত্তরা যে অমানবিক কাজ করেছে তা খুবই ন্যাক্কারজনক। তার সাথে যদি কারও পূর্ব শত্রুতা থাকতো তাহলে এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্টজনের মাধ্যমে তা সমাধান করা যেতো। কিন্তু এই রকম কর্মকান্ড করা মোটেও ঠিক হয়নি। এই কর্মকান্ডে তার ব্যপক ক্ষতি হয়েছে। যে বা যাহারা এই কাজ করেছে তাদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

জানতে চাইলে এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!