1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে হার্ডলাইনে প্রশাসন ৫ঘন্টায় ৬৭টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে হার্ডলাইনে প্রশাসন ৫ঘন্টায় ৬৭টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৪৪৪ জন পড়েছেন

আব্দুস শুকুর: শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা সহ বিভিন্ন অপরাধে ৬৭ জন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এসময় সামাজিক দূরত্ব, গ্লাভস ও মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বলা হয়।

বুধবার (২৭ মে) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের ষ্টেশন রোড, হবিগঞ্জ রোড, নতুন বাজার, পুরান বাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন, এসআই মো. আলমগীর হোসেনসহ প্রশাসনের কর্তকর্তাবৃন্দ।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, সরকার স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার অনুমতি দিয়েছেন। কিন্তু ব্যবসায়ীরা এসবের তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। যা করোনা সংক্রমনে সহায়ক ভূমিকা পালন করবে। এর ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনে আমরা আরও কঠোর হবো। সরকারি নির্দেশনা অমান্য করে জনগণকে কেউ যদি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!