1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সীমিত যাত্রী নিয়ে চলবে গণপরিবহনও
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন

সীমিত যাত্রী নিয়ে চলবে গণপরিবহনও

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৪৮৮ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  সীমিত যাত্রী নিয়ে দেশে গণপরিবহন চালু করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার রাত ৮টার দিকে তিনি গণমাধ্যমকে সব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সীমিত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে গণপরিবহন চলাচল করতে পারবে। নৌপরিবহন, ট্রেনও চলবে বলে তিনি জানান।

এর আগে বুধবার সন্ধ্যায় ৩১ মে থেকে সব ধরনের অফিস স্বাস্থ্যবিধি মেনে চালু হবে বলেও প্রতিমন্ত্রী জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৫ জুন পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবেগ।

তিনি জানান, বয়স্ক, অসুস্থ এবং সন্তান সম্ভবাদের এ সময় অফিসে আসা যাবে না।

প্রতিমন্ত্রী বলেন, নতুন করে ছুটির মেয়াদ না বাড়িয়ে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধিসহ বেশ কয়েকটি শর্ত মেনে সীমিত পরিসরে অফিস চালুর বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

তিনি বলেন, ছুটি বাড়বে না। অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে চালু রাখা হবে। পাশাপাশি নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তবে তখন তিনি বলেছিলেন, অফিস খুললেও শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহন খোলার সিদ্ধান্ত হয়নি।

ফলে এগুলো ১৫ জুন পর্যন্ত বন্ধই থাকছে। শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে, তবে অনলাইন বা ভার্চুয়াল ক্লাস চলবে।
এরপর গণপরিবহন চালুর সিদ্ধান্ত হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি।

তখন মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে যাতায়াতের জন্য যানবাহন ও ব্যক্তিগত যানবাহন চালু থাকবে। স্বাস্থ্যবিধি অনুযায়ী বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমান চালাতে পারবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!