1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকসহ ১৩ জন করোনা আক্রান্ত
সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:১১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকসহ ১৩ জন করোনা আক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৫৪ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়ায় এক সাংবাদিকসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার বিকেলে আসা প্রায় ৩০০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৩ জনের করোনা পজেটিভ আসে। তাদের মধ্যে নবীনগরে সাতজন, কসবায় তিনজন, সরাইলে দুইজন ও সদর উপজেলায় একজন রয়েছেন। কসবার আক্রান্তদের মধ্যে একজন সাংবাদিক।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা. সানজিদা জানান, আক্রান্তদের আইসোলেশনের আনার প্রক্রিয়া চলছে। জেলায় এ নিয়ে আক্রান্ত ১১৩ জন। তাদের মধ্যে ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আইসোলেশনে রয়েছেন ৪১ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪ জন, ঢাকায় ছয়জন ও কুমিল্লায় একজন রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি ৮০৭ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৯ জন।

করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় মত্যু হয় দুইজনের। জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৫৯১ জনের জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে দুই হাজার ৯৪৬ জনের ফলাফল পাওয়া গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!