1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করা মুক্তিযুদ্ধার সৎকার কাজ সম্পাদন করল পুলিশ
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:০৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করা মুক্তিযুদ্ধার সৎকার কাজ সম্পাদন করল পুলিশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৫৫৩ জন পড়েছেন

আব্দুস শুকুর: শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনার উপসর্গ নিয়ে এক মুক্তিযোদ্ধা মৃত্যু বরণ করে। খবর পেয়ে রাত সাড়ে ১২টায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা সহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম তার বাড়িতে পৌঁছায়। নিহত মুক্তিযোদ্ধার নাম বিকাশ দত্ত (৬২) বলে জানা গেছে। তিনি শহরের সবুজবাগ এলাকায় জুইঁ ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন। গভীর রাতেই সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান নেতৃত্বে লাশটিকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়। কারো সহযোগিতা ছাড়াই পুলিশ মুক্তিযোদ্ধার সৎকার কাজ সম্পন্ন করে।

শ্রীমঙ্গল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার ২৭ মে রাত ৯ টার দিকে তিনি মারা যান। তিনি বলেন, মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা মুক্তিযুদ্ধা মৃত্যুর খবর পেয়ে আমি দ্রুত পুলিশের একটি টিম নিয়ে তার বাড়িতে যাই।
লাশ থেকে যেন করোনার সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য এলাকার কাউকে কাছে আসতে দেয়নি। তার পরিবার ও এলাকার মানুষজন ছাড়াই আমি আমার পুলিশ সদস্যদের সঙ্গে করে রাতের আঁধারে শ্মশানে নিয়ে মৃত ব্যক্তির সৎকার কাজ সম্পাদন করি। তিনি আরও বলেন আমাদের পুলিশদেরও পরিবার-পরিজন আছে। তারপরও সব ভয়’কে উপেক্ষা করে দায়িত্ব ও মানবিক মূল্যবোধ থেকে কাজটি করেছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!