ডাক অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জে নতুন করে আরও ৫ পুলিশ সদস্য এবং একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই নিয়ে জেলায় ১৩ পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছেন ১১৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে পাঁচ পুলিশ সদস্য এবং ছাতকের একজন মেডিকেল অফিসার আক্রান্ত হয়েছেন।
বুধবার রাতে সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।
বুধবার রাতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে বুধবার রাতে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৫ ও ছাতকের একজন চিকিৎসকের করোনা শনাক্তের কথা জানানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৭ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৫৪ জন। অদ্যাবধি মোট কোয়ারেন্টাইনে এসেছেন ৫০০১ জন। পাশাপাশি কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৪৬৪৭ জন। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।
বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১১ জন এবং আইসোলেশনে আছেন ৪৮ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর ও হাসপাতালে ৮ জন, দক্ষিণ সুনামগঞ্জে ৫ জন, দিরাই উপজেলায় ২ জন, শাল্লায় উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ৭ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, ধর্মপাশা উপজেলায় ১১ জন, দোয়ারাবাজার উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ৯ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিল তাদেরও করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।