1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বরিশালে করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন

বরিশালে করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ১৭৫ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  বরিশালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোহেল মাহমুদ (৩৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল সোহেল মাহমুদ।

তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ারে কনস্ট্রেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামে।

বরিশাল শের-ই-বাংলা মেডকেল কলেজের পরিচালক ডা. বাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, গত বুধবার রাত ৯টার দিকে ডায়াবেটিস, জ্বর, কাশি এবং প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে সোহেল মাহমুদকে হাসপাতালে নিয়ে আসা হয়। দ্রুত ট্রায়া সেন্টারে পরীক্ষার পর করোনা ওয়ার্ডে ভর্তি করে ভেন্টিলেশনে পাঠানো হয়। কিন্তু অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ওই ওয়ার্ডেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মারা যান তিনি।

তবে সোহেল মাহমুদ করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর পর রাত সোয়া একটার দিকে তার নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!