1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ
সোমবার, ২৯ মে ২০২৩, ১০:২১ অপরাহ্ন

কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৬৭২ জন পড়েছেন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উজিরপুর গ্রামে বাবুল মিয়া (৬০) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান। গত বুধবার রাত ৯টায় নিজ বাড়িতে মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমুনা সংগ্রহের পর পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেইটেনে থাকতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল মিয়া পেশায় কৃষক দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। তবে হঠ্যাৎ করে বুধবার রাতে রক্তবমি হওয়ার পর তিনি মারা যান। তার মৃত্যুর পর এলাকায় আতঙ্ক দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টিম রাতেই নিহতের নমুনা সংগ্রহ করেন। তাদের পরিবারের সদস্যদের ১৪ দিন হোমকোয়ারেইন্টেনে থাকতে বলা হয়েছে। আশপাশ এলাকার লোকজন জানান, বাবুল মিয়ার মৃত্যুর পর তার পরিবার সদস্যরা শ্বাসকষ্ট ও রক্তবমি হয়ে মারা যাওয়ার বিষয়টি চেপে রাখেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তার কোন উপসর্গ ছিল না। এর পরও পরিবার সদস্যদের হোমকোয়ারেইন্টাইনে থাকতে বলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!