ডাক অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে দেশে আরো এক পুলিশ সদসের মৃত্যু হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানান। এ পর্যন্ত ১৫ পুলিশ সদস করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
সোহেল রানা বলেন, পুলিশের স্পোশাল ব্রাঞ্চের সাব-ইনস্পেক্টর রাসেল বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
রাসেল বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের চার হাজারের বেশি সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫ পুলিশ সদস্য প্রাণ হারালেন।
সূত্র জানায়, বুধবার পর্যন্ত ১ হাজার ২৮৭ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আবার কাজে যোগ দিয়েছেন।