1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বৃষ্টিপাত বেড়েছে উপকূলীয় এলাকায়, থাকবে আরও ৩ দিন
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন

বৃষ্টিপাত বেড়েছে উপকূলীয় এলাকায়, থাকবে আরও ৩ দিন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৪৪৩ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  মে মাসের শেষ দিকে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। তবে উত্তরা-পশ্চিমাঞ্চলের পরিবর্তে গত ২৪ ঘণ্টায় দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে।

দেশে বৃষ্টিপাতের এ প্রবণতা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে।

এ সময় রাঙ্গামাটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩১ মিলিমিটার। এছাড়া পটুয়াখালী ও গোপালগঞ্জে ১০৭ মিলিমিটার, বরিশালে ১০৪ মিলিমিটার এবং মাদারীপুরে ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!