1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৪১৫ জন পড়েছেন

আব্দুস শুকুর,শ্রীমঙ্গল(মৌলভীবাজার): শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও জনগণের চলাফেরা নিশ্চিত করতে প্রতিদিন এমন কার্যক্রম চলবে বলে জানা গেছে। করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব রক্ষা ও সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলায় বাধ্য করতে কঠোর অবস্থানে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন । ২৮ মে বৃহস্পতিবার পৃথক দুইটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্হ্যবিধি প্রতিপালন না করা ও সামাজিক দুরত্ব বজায় না রাখায় ১৫ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এবং শ্রীমঙ্গলের সহকারী কমিশনার ( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন। এছাড়াও অভিযান কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার এসআই আল আমিন আহমেদ ও এসআই আলমগীর হোসেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!