1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
অপূর্ব-মেহজাবিনের ‘বিয়ে’
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৯:১১ অপরাহ্ন

অপূর্ব-মেহজাবিনের ‘বিয়ে’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৪৯৯ জন পড়েছেন

বহু নাটক-টেলিছবিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। এর মধ্যে সবচেয়ে আলোচিত ২০১৭ সালের টেলিছবি ‘বড় ছেলে’।

মিজানুর রহমান আরিয়ানের সে কাজটির শেষটায় তাদের বিচ্ছেদে কেঁদেছেন দর্শকেরা। অনেক দিন ধরে এটি নিয়ে চলেছে আলোচনা।

এবার এই দুই জনপ্রিয় শিল্পী আছেন ঈদের নাটকেও। যার একটির গল্প বিয়ে নিয়ে। নাটকের নামও ‘বিয়ে’।

পাত্র ও পাত্রী পক্ষের একটি আয়োজনের ঘটনা নিয়ে এর কাহিনি। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন। তিনি জানান, একটি বিয়ের গল্পকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। সেখানে সত্যিই কি বিয়ে হয় অপূর্ব ও মেহজাবিনের; নাকি ভালোবাসার শেষ পরিণতি হয় কষ্ট পাওয়া, তা জানা যাবে নাটকটি দেখলেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!