1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কোয়ারেন্টাইনে আস্ত রিয়্যালিটি শো বানিয়ে ফেললেন সালমান
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন

কোয়ারেন্টাইনে আস্ত রিয়্যালিটি শো বানিয়ে ফেললেন সালমান

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৮১ জন পড়েছেন
জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে 'তেরে বিনা' মিউজিক ভিডিওতে সালমান

বিনোদন ডেস্ক: ভারতে চলমান কয়েক দফা লকডাউনের পুরোটাই সপরিবারে খামারবাড়িতে কাটিয়েছেন সালমান খান। সেই কোয়ারেন্টিন জীবন এবার রিয়্যালিটি শোয়ের আকারে দর্শকের সামনে আসতে চলেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, কালার্স চ্যানেলে দেখা যাবে ‘হাউস অব ভাইজানস’ নামের এই নতুন শো। হোস্টের দায়িত্বে থাকবেন ওয়ালুশকা ডি’সুজা।

সালমানের বোন অর্পিতা ও তার পরিবার, আলভিরা ও তার পরিবার, নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ় ডেইজি শাহ এবং সালমানের বান্ধবী ইউলিয়া ভান্তুর সবাই একসঙ্গে ফার্মহাউসে লকডাউন কাটাচ্ছেন গত মার্চ থেকে।

এর আগে লকডাউন চলাকালীনই একাধিক সিঙ্গেল রিলিজ করেছেন সালমান। ইউটিউবে দেখা গেছে ‘লকডাউন কনভার্সেশন’ও। তাতে হাজির ছিলেন তার বান্ধবীরাও। তবে এবারের শো হতে চলেছে খানিকটা ‘বিগ বস’-এর ধাঁচে। শো-এ অংশ হবেন অর্পিতা, তার পরিবার এবং ফার্মহাউসের পরিচারক-সহ প্রত্যেক সদস্যই।

‘তেরে বিনা’, ‘পেয়ার করোনা’ এবং সাম্প্রতিক ‘ভাই ভাই’-এর মতো গানের পরে এবার আস্ত শো নিয়ে ভক্তদের জন্য হাজির হতে চলেছেন ভাইজান।

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির কথা ছিল সালমানের ‘রাধে ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!