সাবেক চীপ হুইপ আব্দুস শহীদের একান্ত সচিব করোনায় আক্রান্ত
প্রকাশিত :
শুক্রবার, ২৯ মে, ২০২০
৪৪৮
জন পড়েছেন
অনলাইন ডেস্ক: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক চীপ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদের একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুস শহীদ এমপির আরেক ব্যক্তিগত কর্মকর্তা ইমাম হোসেন সোহেল।
বুধবার (২৭ মে) করোনার রিপোর্ট পজেটিভ আসে। আহাদ মো. সাঈদ হায়দার বিসিএস ৩৩তম ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ।
ইমাম হোসেন সোহেল বলেন, স্যারের (আব্দুস শহীদ) একান্ত সচিবের কোভিড-১৯ পজিটিভ এসেছে। তিনি মঙ্গলবার নমুনা পরীক্ষা করার জন্য দিয়েছিলেন। বুধবার সেই নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। উনার সাত মাস বয়সী বাচ্চা ঢাকা বারডেমের আইসিইউতে ভর্তি আছে। উনি সেখানে প্রতিনিয়ত খাবার নিয়ে যেতেন। আমরা ধারণা করছি সেখান থেকেই উনি করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন।