1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে কর্মহীন পরিবহন শ্রমিকদের মানববন্ধন
সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৩৩ অপরাহ্ন

কমলগঞ্জে কর্মহীন পরিবহন শ্রমিকদের মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৮১ জন পড়েছেন

ডাক কমলগঞ্জ প্রতিনিধিঃ করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংকলরী, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃনং চট্র-২৪০৩ এর অন্তর্ভূক্ত কমলগঞ্জ উপজেলা শাখা ট্রাক, ট্যাংকলরী, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দু শতাধিক নেতাকর্মী সরকারিভাবে আর্থিক প্রনোদনা প্রদানের দাবিতে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনায় মানববন্ধন পালন করেছে। শুক্রবার(২৯মে) সকাল ১১ টায় এ মানববন্ধন পালন ককরা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক মছব্বির খান, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, সদস্য সাদেক হোসেনসহ অনেকে।

এসময় নেতৃবৃন্দ বলেন,করোনা প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনায় আমরা প্রায় তিন মাস যাবৎ আমাদের গাড়ি বন্ধ রেখেছি, অনেকেই গাড়ি বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছে,মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের সার্বিক দিক বিবেচনা করে যেন আমরা ক্ষতিগ্রস্থ্য পরিবহন শ্রমিকদের সরকারিভাবে আর্থিক প্রনোদনা প্রদান করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা শ্রমিক ইউনিয়নের মাধ্যমে ইতিমধ্যে ১ টন ৭ শ কেজি ত্রাণ বিতরন করা হয়েছে। তিনি আরও বলেন, সভাপতি – সম্পাদক যোগাযোগ করলে বা জেলা সভাপতি-সম্পাদকের মাধ্যমে আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে। অনেকের বিষয়ে স্থানীয় মেয়র ও চেয়ারম্যানদের বলে দেয়া হয়েছে বেকার শ্রমিকদের মধ্যে যেন যথাসম্ভব ত্রাণ বিতরন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!