1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার শেষ বিদায়
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার শেষ বিদায়

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৫৩৬ জন পড়েছেন

আব্দুস শুকুর: শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাগরদীঘি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া মৃত্যুবরণ করেছেন।শুক্রবার ২৯ মে দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ৬ ছেলে, ৫ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। মরহুম সিরাজ মিয়া দীর্ঘদিন শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাদ মাগরিব শ্রীমঙ্গল থানা জামে মসজিদে জানাযার নামাজ শেষে শহরের কলেজ সড়কের কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!