আব্দুস শুকুর,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায় প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ৩টার দিকে শহরের ভানুগাছ রোডের রেলগেট এলাকায় ৪টি দোকানে চুরি সংঘটিত হয়। ব্যবসায়ীদের দোকানে চুরির ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। এরশাদ ষ্টোরের মালিক ব্যবসায়ী এরশাদ মিয়া জানান, করোনাভাইরাসের কারণে প্রশাসনের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।
পরদিন শুক্রবার সকালে প্রতিদিনের মত দোকানে গিয়ে দেখি দোকানের শাটার ও তালা ভেঙ্গে চুরেরা দোকানে ডুকে চুরি করে মালামালসহ নগদ টাকা নিয়ে যায়।
এছাড়াও আরও ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে সিসি ক্যামেরা ফুটেজ দেখে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সোহাগের সহযোগীতায় শ্রীমঙ্গল থানার এস আই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ মুসলিমবাগ এলাকা থেকে নয়ন মিয়া (১৯) নামে একজনকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এঘটনার সাথে জড়িত আরও ২জন পলাতক রয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, সিসি ফুটেজ দেখে ১ জনকে আটক করা হয়েছে এবং পালাতক আরও ২জন’কে আটকসহ মালামাল উদ্ধার করতে পুলিশ তৎপর রয়েছে।