1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ন

ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২০
  • ১৯৯ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই ঢাকায় প্রবেশের বিভিন্ন রুটে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। ঈদুল ফিতর উদযাপন শেষে ও করোনা পরিস্থিতির কারণে ঘোষিত সাধারণ ছুটি বৃদ্ধি না করায় গত কয়েক দিন ধরেই কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা। তবে গণ পরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষের।

শুক্রবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বেড়েছে।

১৬ টি ফেরির মধ্যে ৯টি ফেরি দিয়ে যানবাহন পারা পার শুরু করে কর্তৃপক্ষ। যানবাহন বৃদ্ধি পেলে ফেরির সংখ্যাও বাড়ানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অপরদিকে গণ পরিবহন বন্ধ থাকার অজুহাতে ব্যক্তিগত যানবাহন চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। রিক্সা, ভ্যান, অটো বাইক, পিকাপ, প্রাইভেট কার, মটর সাইকেলে ঝুঁকি নিয়েই ফিরছেন হাজারও শ্রমিক।

অন্যদিকে, ফেরিতে গাদাগাদি করে অসংখ্য মানুষ নদী পার হতে গিয়ে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!