1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সিলেটে করোনায় নার্সিং কর্মকর্তার মৃত্যু
সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৩৪ অপরাহ্ন

সিলেটে করোনায় নার্সিং কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৮৫ জন পড়েছেন

প্রতিবেদক, সিলেট: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের এক  নার্সিং কর্মকর্তা (ব্রাদার) মারা গেছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, এক সপ্তাহ আগে ওই নার্সিং কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

তিনি জানান, গত পাঁচ দিন ধরে তিনি হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি ছিলেন। শুক্রবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮২ জনের।

করোনা মহামারীতে ‘ফ্রন্ট লাইনে’ থাকা চিকিৎসক ও নার্সরা ঝুঁকিতে আছেন। ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে দেশে কয়েকজন চিকিৎসক ও নার্সের মৃত্যু হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!