1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সুনামগঞ্জে চিকিৎসক-পুলিশসহ আরও ১৭ জন আক্রান্ত
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে চিকিৎসক-পুলিশসহ আরও ১৭ জন আক্রান্ত

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৪৫৭ জন পড়েছেন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, পুলিশ ও শিশুসহ নতুন করে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক রয়েছেন। এছাড়া শহরের পুলিশ লাইন্সের ৬ সদস্য এবং পুলিশ পরিবারের ২ শিশু-কিশোর রয়েছেন।

অন্য আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২, ছাতক উপজেলায় ৩ ও বিশ্বম্ভরপুর উপজেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ২২ জন পুলিশ সদস্যসহ মোট আক্রান্ত ১৪৪ জন। শুক্রবার রাত সাড়ে ১১টায় সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে শুক্রবার রাত সাড়ে ১১টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক, সুনামগঞ্জ পুলিশ লাইন্সের ৬ পুলিশসদস্য ও পুলিশ পরিবারের ২ শিশু কিশোর এবং ছাতক ও বিশ্বম্ভরপুর উপজেলায় ৩ জন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ২২ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫১২৪ জন। আইসোলেশনে গেছেন ১৪৪ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ২৫ জনকে মুক্তি দেয়া হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, জেলা আক্রান্তের সংখ্যা বাড়ছে বিশেষ করে পুলিশ সদস্যরা আক্রান্ত হওয়ায় সেটা অন্য পুলিশ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে। সবাইকে আরো সচেতন হতে হবে।

এছাড়া নতুন আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!