ডাক অনলাইন ডেস্কঃ একসময়ের মাঠ কাঁপানো ফুটবলার এস এম সালাহ উদ্দিন মণ্ডল আর নেই। রোববার ভোর ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরের মণ্ডলবাড়ি এলাকার নিজ বাড়িতে হার্ট এটাকে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্র জানায়, সালাহ উদ্দিন একসময়ে জাতীয় দলের ফুটবল খেলোয়াড় ছিলেন। বিভিন্ন সময়ে মোহামেডান, ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ক্লাবের হয়ে লীগে অংশ নেন। তিনি জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি সোনালী অতীত ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ থানা যুবলীগের সভাপতি ছিলেন। রোববার বাড়ির পাশের তাজেক প্রধান মসজিদে তার জানাজা শেষে তাকে সৈয়দপুর কবরস্থনে দাফন করা হবে।