1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে এসএসসি পরিক্ষার ফলাফল ২০২০
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে এসএসসি পরিক্ষার ফলাফল ২০২০

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৬০৯ জন পড়েছেন

কমলগঞ্জের ডাক নিজস্ব প্রতিনিধিঃ
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২০ সনের এসএসসি ফলাফলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২৩টি উচ্চবিদ্যালয় থেকে ১৯০ জন শিক্ষার্থী জিপিএ ৫ লাভ করেছে। এর মাঝে ফলাফলের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ একাই ৮২টি জিপিএ-৫সহ শতভাগ পাশ করেছে। এই উপজেলায় মোট পরীক্ষার্থী ৩ হাজার ৫২২ জনের মাঝে কৃতকার্য হয়েছে ২ হাজার ৯১৬ জন। অকৃতকার্য হয়েছে ৬০৬ জন শিক্ষার্থী। কমলগঞ্জ উপজেলায় মোট পাশের হার ৮২ দশমিক ৭৯ শতাংশ।

রোববার (৩১ মে) প্রকাশিত ২০২০ সনের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ ৮২টি জিপিএ ৫, তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয় ৩১টি জিপিএ ৫, ,কালী প্রসাদ উচ্চবিদ্যালয় ১৯টি জিপিএ ৫,শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয় ১২ টি জিপিএ ৫, ইসলামাপুর পিএমপি উচ্চবিদ্যালয় ১১টি জিপিএ ৫, কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ১০টি জিপিএ ৫, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় ৭টি জিপিএ ৫, পতনউষার উচ্চবিদ্যালয় ৬টি জিপিএ ৫, ভান্ডারীগাঁও উচ্চবিদ্যালয় ৫টি জিপিএ ৫, দয়াময় সিংহ উচ্চবিদ্যালয় ৩টি জিপিএর ৫, এম এ ওহাব ও শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয় ২টি করে জিপিএ ৫ লাভ করেছে।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ১৩৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এর মাঝে ৮২জন জিপিএ ৫ ও ৫৭ জন ২৭টি জিপিএ ৪ পেয়েছে। এছাড়াও বিচারপতি এসকে সিনহা উচ্চ বিদ্যালয় থেকে প্রথমবারের মত ৪ জন অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!