1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনাকে জয় করলেন ২৫ লাখের বেশি মানুষ
সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৩৮ অপরাহ্ন

করোনাকে জয় করলেন ২৫ লাখের বেশি মানুষ

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৫৪ জন পড়েছেন

অনলাইন ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও এর থেকে প্রতিদিন সুস্থ হয়ে উঠার মানুষের সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে সাড়ে ২৫ লাখের অধিক মানুষ কভিড-১৯ রোগ থেকে সেরে উঠেছেন।

শুরু থেকেই করোনাভাইরাসের তথ্য-উপাত্ত সংরক্ষণ করে আসা যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ২৫ লাখ ৭১ হাজার ৭৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে ইউরোপের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। রবিবার বাংলাদেশ সময় দুপুর পর্যন্ত মারা যান ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন মানুষ।

আক্রান্ত ও মৃতের দিকে আগ থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ১৭ লাখ ৭০ হাজার ৩৮৪ এবং এক লাখ ৩ হাজার ৭৮১ জন। সবচেয়ে সুস্থ হয়ে উঠার সংখ্যাও যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ৪ লাখ ১৬ হাজার ৪৬১ জন কভিড-১৯ থেকে সেরে উঠেছেন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় হচ্ছে ব্রাজিল ও রাশিয়া। সেখানে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ এবং ৪ লাখ ৫ হাজার ৫৪৩ জন। ব্রাজিলে দুই লাখের অধিক মানুষ সুস্থ হয়ে উঠেছে এবং রাশিয়ায় এক লাখ ৭৯ হাজার ছাড়িয়ে গেছে।

যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৩৮ হাজার ৪৫৮ জন। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যা এখনও পরিপূর্ণভাবে প্রকাশ করেনি ব্রিটিশ সরকার। ফ্রান্সে আক্রান্ত এক লাখ ৮৮ হাজার, এর মধ্যে মারা গেছেন ২৮ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার মানুষ।

স্পেন ও ইতালিতে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেলেও দেশ দুইটিতে দেড় লাখ করে মানুষ সুস্থ হয়ে উঠেছে। তবে স্পেনে মারা গেছেন ২৭ হাজারের অধিক মানুষ আর ইতালিতের মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৩ হাজার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!