অফিস খোলার দিনে সর্বোচ্চ মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত
প্রকাশিত :
রবিবার, ৩১ মে, ২০২০
৪৩৪
জন পড়েছেন
অনলাইন ডেস্ক: টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে রোববার খুলেছে সরকারি-বেসরকারি সব অফিস। স্বাস্থ্যবিধি মেনে অফিস চালুর কথা বলা হয়েছে। একই দিনে পাওয়া গেছে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের খবর।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ২৬ মার্চ থেকে শুরু হয় সাধারণ ছুটি। তা শনিবার শেষ হয়। রোববার থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত জানায় সরকার।
এই সময় স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারিকৃত ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের পাশাপাশি সবাইকে অবশ্যই মাস্ক পরে অফিসে আসতে বলা হয়েছে। তবে বয়স্ক, অসুস্থ ও সন্তানসম্ভবাদের এ সময় অফিসে আসা মানা করা হয়েছে।
সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচলও শুরু হয়েছে। ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে দূরপাল্লার বাস-মিনিবাস চলাচল শুরু হচ্ছে সোমবার থেকে। বিপণি বিতান আর দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল রোজার মধ্যেই। তবে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল কলেজ এই মুহুর্তে খুলছে না।
রোববার সকালে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআরডব্লিউটিএ সূত্র। তবে যাত্রীদের ভিড় স্বাভাবিক সময়ের চেয়ে কম ছিল বলে জানা গেছে।
রেলপথ মন্ত্রণালয় জানায়, রোববার থেকে ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল শুরু করেছে। ট্রেনগুলো ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করেছে।
আপাতত চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে সুর্বণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস, সিলেট-ঢাকা-সিলেট রুটে কালনী এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, উদয়ন/পাহাড়িকা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস চলাচল শুরু হয়েছে।