1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
২৫ ভাগ কর্মকর্তা-কর্মচারী অফিস করবেন সচিবালয়ে
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

২৫ ভাগ কর্মকর্তা-কর্মচারী অফিস করবেন সচিবালয়ে

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ৪৪৮ জন পড়েছেন

অনলাইন ডেস্ক: সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার তিনি আরো জানান, এ ছাড়া ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারী অনলাইনে একইসঙ্গে কাজে যুক্ত থাকবেন।

দেশের অন্যান্য অফিসে প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সংক্রমণ থেকে সুরক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানান তিনি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আগেই বলেছি মন্ত্রণালয় ও বিভাগগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে অফিস চালাবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ৬৬ দিন বন্ধের পর রোববার থেকে সরকারি-বেসরকারি অফিস খুলেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!