1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সপরিবারে করোনায় আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী
সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন

সপরিবারে করোনায় আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ৪৩২ জন পড়েছেন
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশেনিয়ান

আন্তর্জাতিক ডেস্ক: এবার করোনা ভাইরাসের শিকার হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশেনিয়ান। তিনি শুধু একা নন তার পুরো পরিবারই আক্রান্ত হয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। কোনো উপসর্গ না থাকলেও পরীক্ষায় তার ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় বলে সোমবার এক ফেইসবুক লাইভে জানান তিনি।

লাইভ ভিডিওতে পাশেনিয়ান বলেন, “আমার কোনো উপসর্গ ছিল না। চিকিৎসা পরিস্থিতি দেখতে যাওয়ার পরিকল্পনা করছিলাম, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম একবার পরীক্ষা করে দেখার।” তার পুরো পরিবারও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন এ প্রধানমন্ত্রী।

আর্মেনিয়ার জনসংখ্যা ৩০ লাখ। এ পর্যন্ত দেশটিতে ৯ হাজার ৪০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৩৯ জনের। সংক্রমণের হার বাড়তে থাকলেও দেশজুড়ে লকডাউন ঘোষণার কোনো পরিকল্পনা করছে না দেশটির সরকার।

প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো নিয়ে প্রচারণা অব্যাহত রাখার দিকেই নজর দেবে তার সরকার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!