সুনামগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের আব্দুল হক নামে একজন মারা গেছেন। তিনি উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবং কৈতক ২০ শয্যা হাসপাতালের মসজিদ মার্কেটে ওষুধের ব্যবসা করতেন। সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো রোগী মারা গেলেন।
সোমবার (১ জুন) দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী বলেন, গত (২৯ মে) আব্দুল হক এবং তার ছেলের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ২০ জন। এরমধ্যে সিলেটে ১৪, মৌলভীবাজারে চারজন, হবিগঞ্জে একজন এবং সুনামগঞ্জের একজন।