1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:০২ পূর্বাহ্ন

জরিমানা ছাড়া ২৯ জুন পর্যন্ত আয়কর দেওয়া যাবে

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৬৫ জন পড়েছেন

অনলাইন ডেস্ক: জরিমানা ছাড়া আয়কর জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (১ জুন) এনবিআর সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৮৪জি-তে দেওয়া ক্ষমতাবলে যেসব করদাতারা চলতি বছরের ২৬ মার্চ থেকে ৩০ মে’র মধ্যে আয়কর রিটার্ন দিতে পারেননি, তারা জরিমানা ছাড়াই আগামী ২৯ জুনের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

আদেশে বলা হয়, সব শ্রেণির করদাতা এবং উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষের জন্য আয়কর অধ্যাদেশ, ১৯৮৪, আয়কর বিধিমালা, ১৯৮৪ এবং অফিস প্রণালীর অধীন যাবতীয় সময়ানুগ কার্যক্রম পরিপালনের সর্বশেষ সময়সীমা যেসব ক্ষেত্রে ২৬ মার্চ থেকে ৩০ মে’র (উভয় দিন অন্তর্ভুক্ত) মধ্যে উত্তীর্ণ হয়েছে, সেসব ক্ষেত্রে ২৬ মার্চ হতে ৩০ মে (উভয় দিন অন্তর্ভুক্ত) পর্যন্ত সময়কাল প্রমার্জন পূর্বক পরিপালনের সময়সীমা ২৯ জুন পর্যন্ত বাড়ানো হলো।

প্রমার্জিত সময়কালের জন্য কোনো প্রকার সুদ কিংবা জরিমানা প্রযোজ্য হবে না বলেও এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!