1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:২৮ অপরাহ্ন

বন্ধ রয়েছে জগন্নাথপুর-সিলেট বাস চলাচল

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৫৫ জন পড়েছেন

সিলেট: লকডাউন প্রত্যাহার করায় আজ সোমবার (১ জুন) থেকে দেশজুড়ে গণপরিবহন চলাচল করছে। সিলেটেও বিভিন্ন জায়গায় যান চলাচল করেছে আগের মতো স্বাভাবিকভাবেই। মানার চেষ্টা করা হয়েছে স্বাস্থ্যবিধি। তবে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে বিভাগীয় শহর সিলেটের সঙ্গে যাত্রীবাহী মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। ফলে জনসাধারণকে দুর্ভোগের শিকার হতে হয়েছে।

পরিবহন শ্রমিক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সারাদেশের মতো জগন্নাথপুরের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে লকডাউন তুলে নেওয়ায় আজ সোমবার থেকে গণপরিবহন চলাচল শুরু হয়। যার প্রেক্ষিতে সকাল থেকে জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর-সিলেট বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীরা সিলেটসহ অন্যান্য এলাকায় যাওয়ার জন্য ভিড় করেন। কিন্তু বাসস্ট্যান্ড থেকে শ্রমিকরা জানান, স্থানীয় প্রশাসনের নির্দেশনায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।

স্থানীয়রা জানান, সিলেটের সঙ্গে উপজেলাবাসীর যোগাযোগের প্রধান সড়ক হচ্ছে জগন্নাথপুর-সিলেট (জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর-সিলেট) সড়ক। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত জনসাধারণ সিলেট বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। করোনাভাইরাসের কারণে গত দুইমাস গণপরিবহন বন্ধ ছিল। সরকারি নির্দেশনায় আজ থেকে গণপরিবহন চলাচল শুরু হলেও জগন্নাথপুরে বাস চলাচল করেনি।

জগন্নাথপুর উপজেলা পরিবহন ঐক্য পরিষদের সভাপতি নিজামুল হক বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে শুধু আন্তঃজেলার মধ্যে গণপরিবহন চলাচল করতে পারবে। এ জন্য আমরা সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছি। কারণ সিলেট আমাদের জেলার বাইরে। তবে আমরা খবর পেয়েছি আন্তঃজেলা ছাড়াই দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন চলাচল করছে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুর-সিলেট সড়কে বাস চলাচলের বিষয়টি আমরা দেখছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!