1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে হাস-মোরগ নিয়ে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধা শয্যাশায়ী
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন

কমলগঞ্জে হাস-মোরগ নিয়ে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধা শয্যাশায়ী

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ১০১৯ জন পড়েছেন
ছবিঃ কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় শয্যাশায়ী বৃদ্ধা কোকিল মিয়া (৭৫)।

কমলগঞ্জ ডাক প্রতিনিধি:: মৌলভীবাজরের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে হাস-মোরগ নিয়ে ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় কোকিল মিয়া (৭৫) নামে এক বৃদ্ধা শয্যাশায়ী বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত ২৩ মে বিকালে প্রতিবেশী ব্যবসায়ী শহিদ মিয়ার স্ত্রী স্বপ্না বেগমের সাথে কথা কাটাকাটি হয় কোকিল মিয়ার স্ত্রী ছফিনা বেগমের। ফসলী জমিতে হাস-মোরগ নেমে ফসল নষ্ট করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদ ও তার স্ত্রী স্বপ্না কোকিলের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী ছফিনাকে মারধর করেন।

এ সময় নিজ স্ত্রীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন কোকিল মিয়া ।

পরে স্থানীয়রা আহত কোকিল ও তার স্ত্রী ছফিনাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ছফিয়া বেগম চিকিৎসা নিলেও আশংকাজনক অবস্থায় আহত বৃদ্ধা কোকিল মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি উসমানী মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ছফিনা বেগম বাদি হয়ে হামলাকারী শহিদ মিয়াকে প্রধান আসামী করে ২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ২ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!