1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গল জালালাবাদ ফার্মেসীকে ঝুঁকিমুক্ত ঘোষণা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

শ্রীমঙ্গল জালালাবাদ ফার্মেসীকে ঝুঁকিমুক্ত ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ৪৬৮ জন পড়েছেন

ডাক শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গল কলেজ রোডের জালালাবাদ ফার্মেসী করোনা ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে ও লকডাউন উঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঝুঁকিমুক্ত অনুমতি পেয়ে ফার্মেসী কর্তৃপক্ষ সোমবার থেকে পুনরায় ফার্মেসী খোলে ব্যবসায় পরিচালনা করছেন।

উল্লেখ্য গত ২৪ মে ওই ফার্মেসীতে কর্মরত রাহুল দেবনাথ নামের এক কর্মচারী করোনা পজিটিভ রিপোর্ট আসলে উপজেলা প্রশাসন থেকে ওই রাতে জালালাবাদ ফার্মেসী লকডাউন ঘোষণা করা হয়েছিল।

গত ২৭ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ফার্মেসীর সকল কর্মচারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। রবিবার রাতে তাদের নেগেটিভ রিপোর্ট আসে। ফলে কর্তৃপক্ষ ফার্মেসী খোলার অনুমতি প্রদান করেন।

এ ব্যাপারে ফার্মেসীর স্বত্বাধিকারী সৈয়দ ফুয়াদ জানান,যখন আমার ফার্মেসীতে কর্মরত রাহুল জানায় তার খাবারে কোন রুচি নেই এবং কোন স্বাদ পাচ্ছে না তখন আমি সাথে সাথে তাকে হাসপাতালে পাঠিয়ে নমুনা দিতে পাঠাই এবং রাহুলকে তার বাড়ীতে কোয়ারাইন্টাইনে রাখি। পরে তার পজিটিভ রিপোর্ট আসলে প্রশাসন ফার্মেসী লকডাউন ঘোষণা করেন। বর্তমানে সবার নেগেটিভ রিপোর্ট এসেছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ঝুঁকিমুক্ত অনুমতি নিয়ে আবার ফার্মেসী খোলা হয়েছে। তিনি আরও বলেন,পূর্বে প্রতিদিন ফার্মেসী ও কর্মরত লোকজন কে ভালোভাবে জীবাণুমুক্ত করা হতো এখন আরও কঠোরভাবে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিয়মাবলী মেনে ব্যবসা পরিচালনা করা হবে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান,জালালাবাদ ফার্মেসীতে কর্মরত লোকজনের যেহেতু নেগেটিভ রিপোর্ট এসেছে তাই ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে। তবে শহরের সোনা মিয়া সড়কে দেবনাথ ফার্মেসী লকডাউন থাকবে। তিনি আরও জানান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই ব্যবসা পরিচালনা করতে হবে।

উল্লেখ্য শহরের মধ্যে মডেল ফার্মেসী হিসাবে জালালাবাদ অন্যতম একটি জনপ্রিয় ফার্মেসী। সুনামের সাথে তারা দীর্ঘ বছর থেকে মানুষের আস্থায় ব্যবসা পরিচালনা করে আসছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!