৪ মাস চিকিৎসার পর উহানে করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু
প্রকাশিত :
মঙ্গলবার, ২ জুন, ২০২০
৪১৭
জন পড়েছেন
অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় চার মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন চীনের উহান সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক হু ওয়েইফেং।
মঙ্গলবার (২ জুন) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
শুক্রবার (২৯ মে) ভাইরোলজিস্ট হু ওয়েইফেং মারা যান। এ নিয়ে উহান সেন্ট্রাল হাসপাতালে ছয়জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
২২ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় হু’র। চিকিৎসায় তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। তবে ২৯ মে থেকে আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তার মৃত্যু হয়।
তবে এ বিষয়ে ওই হাসপাতাল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের প্রায় ৬৮ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
হু চীনে করোনা ভাইরাস নিয়ে প্রথম সতর্ক করা চিকিৎসক লি ওয়েনলিয়াং এর সহকর্মী ছিলেন। কর্তৃপক্ষের হেনস্থার শিকার হন লি। পরে লি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান।