1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ময়মনসিংহে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ ৬৩ জন করোনায় আক্রান্ত
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:০৩ অপরাহ্ন

ময়মনসিংহে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ ৬৩ জন করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৪৮৬ জন পড়েছেন

ময়মনসিংহ: ময়মনসিংহে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ৬৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

মঙ্গলবার (২ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার (১ জুন) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের (মমেক) মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ২৩০টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ৩৬ জন, মমেক হাসলপাতালের দুই চিকিৎসকসহ ১৩ জন স্বাস্থ্যকর্মী।

ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলায় পাঁচজন করে ও নান্দাইলে চার জন রয়েছেন।

মসিউল আলম জানান, এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৫৬৫ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন। হোম আইসোলেশনে আছেন ৩৪১ জন, মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮৮ জন ও মৃত্যু হয়েছে ছয়জনের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!