1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিন পরিবহন চলেছে: কাদের
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিন পরিবহন চলেছে: কাদের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৫১৩ জন পড়েছেন

অনলাইন ডেস্ক: গণপরিবহন চালুর প্রথম দিনে স্বাস্থ্যবিধি মানা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন।

পরিবহন মালিক-শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন গতকাল (সোমবার) থেকে শর্ত সাপেক্ষে সারাদেশে গণপরিবহন চলছে। প্রথম দিনে অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হয়েছে।

‘অর্ধেক বা তার চেয়ে কম যাত্রী নিয়ে গণপরিবহন চলেছে। অনেকের ভাড়া সমন্বয় নিয়ে শঙ্কা ছিল। স্বাস্থ্যবিধি মেনে জনগণের প্রতি মানবিক আচরণ এবং সংকটে ইতিবাচক সাড়া দেওয়ায় মালিক সমিতি ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি’ যোগ করেন তিনি।

মালিক-শ্রমিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, অনেকে মনে করছেন- যাত্রী সংখ্যা বাড়লে পরিবহনগুলো অর্ধেক আসন খালি রাখার শর্ত মানবে না। জনগণের এই আশঙ্কা থেকে পরিবহন মালিক-শ্রমিকদের নিজেদের মুক্ত রাখতে হবে।

করোনার বিষয়ে সবাইকে সতর্ক করে তিনি বলেন, সকলে সচেতন থাকলে কভিড সংক্রমণরোধ সহজ হবে বলে আমি বিশ্বাস করি।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, করোনাভাইরাস মালিক-শ্রমিককে আলাদাভাবে চিনবে না। ছাড় দিবে না কাউকে। তাই নিজেদের স্বার্থেই সচেতনতা জরুরি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!