আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় নভেল করোনাভাইরাসের সক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে মহাদেশটি জুড়ে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
আলজাজিরা জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এখন পর্যন্ত আফ্রিকা মহাদেশেই কম ক্ষতিগ্রস্ত হয়েছে। অঞ্চলটিতে এখনো করোনা আগ্রাসন তীব্র হয়ে উঠেনি।
তবে এর মধ্যে ১.৩ বিলিয়নের জনসংখ্যার আফ্রিকাতে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৩০০ এরও বেশি মানুষ।
এদিকে মহাদেশটির ৫৪টির অনেক দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও আংশিক ব্যবসায়িক কর্মকাণ্ড খুলে দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
সাব-সাহারান আফ্রিকার দেশের মধ্যে রুয়ান্ডা প্রথম লকডাউন আরোপ করেছিল করোনা পরিস্থিতি মোকাবিলায়। এই সপ্তাহ থেকে লকডাউন শিথিল করে দিয়েছে দেশটির সরকার।
এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন তিন লাখ ৭৬ হাজারেরও বেশি লোক। তবে সুস্থ হয়ে উঠেছেন ২৭ লাখেরও বেশি আক্রান্ত।