1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ১০৮১ মৃত্যু
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ১০৮১ মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪৭০ জন পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংকট কমতির কোনো লক্ষণ নেই যুক্তরাষ্ট্রে। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টা) কভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ১৮০ জন, যা দেশ হিসেবে বিশ্বে সর্বোচ্চ।

চব্বিশ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়ে ১৮ লাখ ৩১ হাজার ৪৩৫ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।

অবস্থার উন্নতি না হলেও দেশ জুড়ে লকডাউন শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বেশ ক’দিন ধরে দেশটি জুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এসব জনসমাগমে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ কয় কি-না সেই শঙ্কাও উঁকি দিচ্ছে।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার।

আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে ব্রাজিল, ৫ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। এরপরই রয়েছে রাশিয়া, ৪ লাখ ২৩ হাজার। চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য ২ লাখ ৭৯ হাজার। পঞ্চমস্থানে তাকা স্পেনের আক্রান্ত ২ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই।

মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৩৯ হাজার ৪০০ ছাড়িয়েছে। ইতালি আছে তৃতীয়স্থানে, ৩৩ হাজার ৫০০ ছাড়ানো মৃত্যু নিয়ে। চতুর্থস্থানে উঠে আসা ব্রাজিলের মৃত্যু ৩১ হাজার ২০০ ছুঁই ছুঁই। প্রায় ২৯ হাজার মৃত্যু নিয়ে পঞ্চমস্থানে আছে ফ্রান্স।

আক্রান্ত বেড়ে ১ লাখ ৭ হাজার ছাড়িয়ে গেছে সপ্তমস্থানে উঠে আসা ভারতের। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৯ জন।

মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন; মৃত্যু হয়েছে ৭০৯ জনের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!