বিনোদন ডেস্ক: কভিড-১৯ লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে শুটিং বন্ধ বলিউডে। আরও অনেকের মতো স্যোশাল মিডিয়ায় এ সময় সক্রিয় ছিলেন সানি লিওনি। একের পর এক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন এই অভিনেত্রী। সেখান থেকে বোঝা যায় করোনার দূষণ থেকে দূরে ছিলেন ‘জিসম টু’ নায়িকা।
১৩ মে ছিল সানির জন্মদিন। ইচ্ছা থাকলেও অন্যান্যবারের মতো সেলিব্রেশনের উপায় তো নেই! তাই একটু অন্যভাবে সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। তার আগেই ভারত ছাড়েন তারা।
১০ মে মা দিবস উপলক্ষে তিন সন্তানকে নিয়ে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেইসঙ্গে বার্তা দেন, ‘করোনার মতো অদৃশ্য শত্রুর হাত থেকে সন্তানদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সুযোগ আমার আছে।’
সানি উড়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। হলিউড থেকে আধ ঘণ্টার দূরত্বে শেরমান ওক এলাকায় বাড়ি রয়েছে তার। সেই বাড়ির নানান অংশ তুলে ধরেন ছবিতে। প্রাকৃতিক সৌন্দর্যের ছবি শেয়ার করে সানি লেখেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস করছি।’
ক্যালিফোর্নিয়ায় রয়েছে বিখ্যাত আন্ডারউড ফ্যামিলিজ ফার্ম। টাটকা সবজির জন্য বিখ্যাত ওই ফার্ম। সেই বাগান থেকে সবজি সংগ্রহের ছবিও দেন সানি। বিভিন্ন সময়ে ভক্তদের নানা পরামর্শ ও শুভেচ্ছা বার্তা দেন তিনি।