সিলেটঃ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী।
মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার কভিড-১৯ পজিটিভ আসে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, শরীরে জ্বর থাকায় মঙ্গলবার দুপুরে নমুনা দেন শ্যামা হক। নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ আসে। বর্তমানে শ্যামা হক বাসায় অবস্থান করছেন বলে জানান তিনি।
এদিকে একই দিনে নমুনা পরীক্ষায় মেয়র আরিফুল হকের গাড়ি চালক শাহিন আহমদের করোনা পজিটিভ আসে। এর আগে গত ২৩ মে সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমনের করোনা শনাক্ত হয়।
সরকারি হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ দেশে ৫২ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৭০৯ জন।