1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জ থানা পুলিশের জনসচেতনতা মূলক মাইকিং
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

কমলগঞ্জ থানা পুলিশের জনসচেতনতা মূলক মাইকিং

  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৮৪৩ জন পড়েছেন

ডাক নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা মূলক মাইকিং করেছে পুলিশ।

বুধবার(৩ জুন) সকাল থেকে কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজারে এই মাইকিং করা হয়েছে।

এসময় জনসাধারণের উদ্দেশ্যে বলা হয়, ঘরের বাইরে বের হয়ে চলাচলের সময় মাস্ক পরা সহ অনান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া বাইরে বের হলেই তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাস্ক ছাড়া বাইরে বের হলে সর্বোচ্চ এক লক্ষ টাকা জরিমানা আনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হবে। এছাড়াও রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরী কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। এসময় জরুরী প্রয়োজনে কেউ বাইরে বের হলে তাকে বাধ্যতামূলক মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে বের হতে হবে। এছাড়া ঔষধের দোকান ব্যতীত অন্যকোন দোকান বিকেল চারটার পর খোলা থাকলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলগুলো স্বাস্থবিধি মেনে চলতে হবে। জীবাণুনাশক স্প্রে এবং সামাজিক দূরত্ব বাজায় রেখে কাস্টমারদের দোকানে অবস্থান নিশ্চিত করতে হবে।

এবিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুুর রহমান বলেন, দিন দিন কমলগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখনো অনেক ক্ষেত্রেই দেখা যায় সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে উদাসীনতা কাজ করছে। এর ফলে বিপদ আরও বাড়তে পারে, তাই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং বের করা হয়েছে।

তিনি আরও বলেন, একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাস থেকে মানুষ বাঁচাতে। সবাইকে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করতে হবে তার ব্যতিক্রম ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!