1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৩৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বাস কাউন্টারে যাত্রীর মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৪৩৩ জন পড়েছেন

ডাক শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস কাউন্টারে বসে থাকা অবস্থায় হঠাৎ করে মাটিতে ঢলে পড়ে এক যাত্রীর মৃত্যু ঘটে।

জানা যায় মৃত ব্যক্তির নাম রঘুনাথ দেবনাথ তার বাড়ি ব্রাহ্মনবাড়িয়ার উচলাপাড়ায়।

স্থানীয়রা জানান, লোকটি পেশায় রুপা ব্যবসী । বৃহস্পতিবার (৪জুন) তিনি বিকাল ৩টায় বাড়ি যাওয়ার উদ্দেশ্য বাসের জন্য কাউন্টারে অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে হঠাৎ মাথা ঘুড়ে মেঝেতে পড়ে মারা যান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় উপজেলা প্রশাসন।

এসময় পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে করোনায় মৃত্যু হয়েছে কি না।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে। তার বাড়িতে খবর পৌছানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের লোকজনের কাছে তার লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!