1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে পানিবন্দি সাড়ে ৩শ পরিবার
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে পানিবন্দি সাড়ে ৩শ পরিবার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৪৩৬ জন পড়েছেন

ডাক শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও বাজারে সরকারি ছড়ার জায়গা দখল করার অভিযোগ উঠেছে। ছড়ার জায়গা দখল করে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট নির্মান করায় বাজারের পাশে ছড়ার পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটেছে। এতে এলাকার প্রায় সাড়ে ৩শ পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। এলাকাবাসী জানান দীর্ঘ প্রায় ১৫ বছরেরও বেশী সময় ধরে এই ভোগান্তিতে আছেন তারা।

৪ জুন (বৃহস্পতিবার) সকালে এলাকাবাসী বাজারের প্রবেশদ্বারে ব্রিজের উপর বাঁশের বেরিকেট দিয়ে প্রতিবাদ জানায়। খবর পেয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী সরেজমিন পরিদর্শন আসে পরিস্থিতি ভয়াবহ দেখে মুঠোফোনে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে দ্রুতগতিতে উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার সঞ্জয় মোহন সরকার সহ প্রশাসনের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে আসেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এঘটনায় একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির দ্বারা তদন্ত করা হবে ছড়ার পাশে কারা কারা সরকারি জমি দখল করে আছে। সরকারি জায়গা ছেড়ে দিতে দখলদারদের নোটিশ দেয়া হবে। স্বেচ্ছায় জায়গা না ছাড়লে প্রশানের উদ্যোগে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!