ডাক অনলাইন ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ ফিজি। শুক্রবার নিজেদের করোনামুক্ত ঘোষণা করে দেশটির সরকার।
প্রায় ৯ লাখ ৩০ হাজার জনগণের দেশ ফিজিতে মার্চের মাঝামাঝিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে। এরপরই নানা কঠোর পদক্ষেপ নেয় দেশটির সরকার। এসবের ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত রোগী দাঁড়িয়েছে মাত্র ১৮ জন।
করোনামুক্তি নিয়ে ফিজির প্রধান মন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা টুইটারে বলেছেন, “প্রয়োজনীয় পদক্ষেপ, কঠোর পরিশ্রম ও বিজ্ঞানসম্মত পদক্ষেপের কারণেই এই ভাইরাস থেকে দেশ মুক্তি পেয়েছে।”
“আমরা কভিড-১৯ এ আক্রান্ত শেষ চারজন রোগীকেও ছেড়ে দিয়েছি। এরপরও আমরা প্রতিদিনই আমরা টেস্টের পরিমাণ বাড়াচ্ছি। সবশেষ ৪৫ দিন আগে আমরা শেষ করোনায় আক্রান্ত রোগী পেয়েছিলাম। এই রোগে আমাদের কারোর মৃত্যু হয়নি, সুস্থতার হার ১০০ ভাগ।”
অথচ, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলো অনেক বেশি আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কেনান এসব দেশের স্বাস্থ্য অবকাঠামো তেমন মজবুত নয়। তাছাড়া দেশগুলোতে ডায়াবেটিস ও হৃদ্রোগ সংক্রান্ত রোগে মৃত্যু হার এমনিতেই বেশি।
ভৌগোলিক দিক থেকে অনেকটা বিচ্ছিন্ন হওয়ায় এসব দেশে করোনায় হানা দিলে দুর্দশার থাকবে না বলে ধারণা করা হচ্ছিল। গত বছর সামোয়াতে হামে আক্রান্ত হয়ে ৮৩ জন মানুষের মৃত্যু হয়। যার বেশির ভাগই ছিল শিশু। করোনার কারণে এমন পরিস্থিতি হতে পারে বলেও অনেকের ধারণা ছিল।
কিন্তু করোনা পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছে দেশগুলো। জনগণকে রক্ষায় শুরুতেই তারা সীমান্তগুলো বন্ধ করে দেয়। বন্ধ করে দেয় উপার্জনের অন্যতম উপায় পর্যটন ব্যবসা।
এসব কঠিন পদক্ষেপের ভালো ফলও এসেছে। এমনকি পালাউ, টোঙ্গা, সলোমন দ্বীপপুঞ্জ, সামোয়া মার্শাল আইল্যান্ডস ভানুয়াতু, কুক আইল্যান্ডস ও মাইক্রোনেশিয়া থেকে এখন পর্যন্ত একজন লোকেরও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
আর করোনা থেকে মুক্তির ঘোষণা দেওয়া ফিজি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি কোয়ারেন্টাইন-ফ্রি পর্যটনেরও ঘোষণা দিয়েছে। করোনা পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে ফিজির নিকটবর্তী দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।