1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে হলিউডে সিনেমা
সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন

জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে হলিউডে সিনেমা

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৩৮ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: ২০১৮ সালের অক্টোবর, ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট জামাল খাসোগি যান ইস্তান্বুলের সৌদি কলস্যুলেটে। বাইরে প্রেমিকাকে রেখে বিয়ের লাইসেন্সের জন্য গিয়ে আর ফিরে আসেননি। সৌদি সরকারের কট্টর এই সমালোচকের অন্তর্ধান নিয়ে তোলপাড় হয় সারাবিশ্বে।

খাসোগি হত্যা ও তার পরবর্তী ঘটনা নিয়ে নির্মিত হতে যাছে চলচ্চিত্র ‘দ্য এক্সিকিউশন’। পরিচালনা করবেন ড্যানিয়েল এস্পিনোসা।

ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি গুড ফিল্মস কালেক্টিভের সঙ্গে ‘দ্য এক্সিকিউশন’-এর জন্য ড্যানিয়েলের চুক্তি হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কন-টিকি ও ডমিনো-খ্যাত পিটার স্কভলান। তিনি বলেন, কেন, কীভাবে হত্যাকাণ্ড ঘটল ও এরপর কী হলো আমরা তুলে ধরব।

২০১০ সালে সুইডিশ থ্রিলার ‘স্কাবা ক্যাশ’ (ইজি মানি) নিয়ে মার্টিন স্করসেজির চোখে পড়েন ড্যানিয়েল। এরপর হলিউডে প্রবেশ এই নির্মাতার ডেনজেল ওয়াশিংটন ও রায়ান রেনল্ডসকে নিয়ে তৈরি ‘সেইফ হাউস’ দিয়ে। টম হার্ডি ও গ্যারি ওল্ডম্যানকে নিয়ে ‘চাইণ্ড ৩৩’, জ্যাক ইলেনহল, রেবেকা ফারগুসন ও রায়ান রেল্ডসকে নিয়ে নির্মাণ করেন ‘লাইফ’। মুক্তির অপেক্ষায় আছে জারেড লেটো অভিনীত সুপারহিরো সিনেমা ‘মরভিয়াস’।

অ্যান্থনি বৌর্ডেনের ট্র্যাভেল শো ‘পার্টস আননোন’-এর একটি পর্বে অংশ নিয়েছিলেন জামাল খাসোগি। হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত স্থান পায় ওয়েব টিভি শো ‘প্যাট্রিয়ট অ্যাক্ট উইথ হাসান মিনহাজ’-এর একটি পর্বে। যেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করা হয়। অনুষ্ঠানটির প্রিমিয়ারের মাসখানেক পরে সৌদি আরবে নেটফ্লিক্স থেকে নামিয়ে দেওয়া হয়। এ ছাড়া নির্মিত হয় ব্রায়ান ফোগেল পরিচালিত প্রামাণ্যচিত্র ‘দ্য ডিসিডেন্ট’।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!