1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
জুয়ার আসর থেকে ৩ জনপ্রতিনিধি ও কৃষক দল-যুবলীগ নেতা আটক
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৫:২০ অপরাহ্ন

জুয়ার আসর থেকে ৩ জনপ্রতিনিধি ও কৃষক দল-যুবলীগ নেতা আটক

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩২২ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: জুয়া খেলার আসর থেকে তিন জনপ্রতিনিধি এবং এক কৃষক দল নেতা ও এক যুবলীগ নেতাসহ নয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ এক লাখ ৫৩ হাজার ১৮৭ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে পৌর এলাকার সাউদপাড়া কাঠমিস্ত্রি এনামুল হকের বাসা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কেন্দুয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ভাই মো. আবদুল কাইয়ূম (৪০), ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনিসুর রহমান রতন (৩৮), কান্দিউড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো. আবু হারেছ (৩২),কেন্দুয়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. রেজাউল হাসান সুমন (৪০), চিরাং ইউনিয়নের যুবলীগের সম্পাদক মো. মোস্তফা (৩৯), কিশোরগঞ্জ জেলার মো. বিল্লাল হোসেন (৩৪), কেন্দুয়া সাউদপাড়ার মো. রতন মিয়া (৩৬), কেন্দুয়া বাজারের ব্যবসায়ী মো. হায়দার আলী (৩৯) ও জুয়েল মিয়া (২৮)।

আটক সবাই পেশাদার জুয়াড়ি বলে জানিয়েছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান।

তিনি জানান, আটক একজন কিশোরগঞ্জ জেলার। বাকিরা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকার। তাদের মধ্যে তিনজনই রয়েছেন জনপ্রতিনিধি। তারা বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসায়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে এনামুল হকের কাঠের দোতলা বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আসর থেকেই আটক করা হয়।

নগদ টাকাসহ তাস, মোবাইল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!