1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
লুইস সুয়ারেজ মনে ভয়
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন

লুইস সুয়ারেজ মনে ভয়

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৫৪২ জন পড়েছেন
ডাক অনলাইন ডেস্ক:: হাঁটুর চোট থেকে ক্রমেই সেরে উঠছেন বার্সেলোনার উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এরই মধ্যে অনুশীলনও শুরু করেছেন। দ্রুত মাঠে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তবে ফেরা নিয়ে ৩৩ বছর বয়সীর মনে রোমাঞ্চ কাজ করলেও আছে ভয়ও।

গত জানুয়ারিতে সুপার কোপার সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর পোটে পড়েন সুয়ারেজ। বার্সেলোনার অফিশিয়াল মিডিয়া চ্যানেলকে নিজের চোটের বর্তমান অবস্থা নিয়ে সুয়ারেজ বলেন, ‘আমি এই মুহূর্তে ঠিক আছি। আমার সতীর্থদের সঙ্গে আবারো অনুশীলন শুরু করেছি।’

এরপরই মনের ভয়ের কথা জানান সুয়ারেজ, ‘ইনজুরি থেকে ফিরে আসাটা সব সময়ই কঠিন। কারণ আপনি অনেক ভয়ে ভয়ে খেলবেন।’

করোনাভাইরাসের কারণে তিন মাস ফুটবল বন্ধ ছিল। এ কারণেই এ মৌসুমে আবার মাঠে নামার স্বপ্ন দেখতে পাচ্ছেন সুয়ারেজ। খেলা বন্ধ না থাকলে হয়তো এই মৌসুমে আর মাঠেই নামা হতো তার।

করোনার কারণে বন্দি সময় নিয়ে সুয়ারেজ বলেন, ‘কোয়ারেন্টাইনের কয়েক মাস ছিল খুব কঠিন। বাসায় ট্রেনিং আর বাচ্চাদের দেখভাল করা। তবে এমন অনেক লোক আছেন, যাদের জন্য পরিস্থিতি আরো অনেক খারাপ ছিল। এখন সব কিছু স্বাভাবিক হচ্ছে। আমরা বাচ্চাদের নিয়ে বাইরে যেতে পারছি।

এদিকে জুন-জুলাইয়ে ফুটবল খেলাটা অনেক কঠিন হবে বলেও মন্তব্য করেছেন সুয়ারেজ। বলেন, ‘আমরা যে গরম আবহাওয়ার মধ্যে খেলবো তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এ ছাড়া দর্শকছাড়া খেলাও অদ্ভুদ হবে।’

এরপরও মৌসুমের বাকি ম্যাচগুলো জিতে লিগ শিরোপা নিজেদের কাছে রেখে দেওয়ার আশা জানান সুয়ারেজ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!