1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ভারতের ঘরোয়া দলের দায়িত্ব নিলেন জাহানারাদের সাবেক কোচ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

ভারতের ঘরোয়া দলের দায়িত্ব নিলেন জাহানারাদের সাবেক কোচ

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪৪৩ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক::  ভারতের বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র নারী ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন অঞ্জু জৈন। সবশেষ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন ৪৫ বছর বয়সী ভারতের সাবেক এই ক্রিকেটার।

সালমা-জাহানারাদের সঙ্গে আঞ্জুর সহকারী হিসেবে ছিলেন দেবিকা পালশিখর। বারোদাতেও তিনি আঞ্জুর সহকারী হিসেবে যোগ দিয়েছেন।

২০১৮ সালে বাংলাদেশ নারী দলের দায়িত্ব নিয়েছিলেন এই দুজন। মার্চেই তাদের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়।

বাংলাদেশের মেয়েদের কোচিং স্টাফে যে বদল আসলে এই ইঙ্গিত আগেই মিলেছিল। কারণ দুই কোচের কাজে সন্তুষ্ট ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আঞ্জুও বিসিবির সঙ্গে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর যোগাযোগ করেননি।

খুঁজে নিয়েছেন নতুন চাকুরি। বিসিবির উইমেন্স উইংয়ের প্রধান নাদেল চৌধুরী বলেন, ‘তার সঙ্গে আমাদের চুক্তি ছিল মার্চ পর্যন্ত। সে হয়তো ধরে নিয়েছে তার চুক্তি আর বাড়ছে না। তাই হয়তো বা সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে তিনি আমাদেরকে কোন কিছু জানাননি। যেহেতু তার চুক্তি শেষ হয়ে গেছে, তাই এই পদ থেকে তার পদত্যাগ করার প্রয়োজন পড়েনি।’

২০১৮ সালে আঞ্জুর অধীনেই নারী এশিয়া কাপে শিরোপা জয় করে বাংলাদেশের মেয়েরা।

আঞ্জু ভারত নারী ক্রিকেট দলের হয়ে ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ৬৫ ওয়ানডের সঙ্গে ৮টি টেস্ট তার নামের পাশে। নেতৃত্বও দিয়েছেন দেশকে, পেয়েছেন অর্জুন পুরস্কার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!