1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ইতালিকে টপকে মৃত্যুতে তৃতীয় ব্রাজিল
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

ইতালিকে টপকে মৃত্যুতে তৃতীয় ব্রাজিল

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৫৪২ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার মানুষের। তাতে দেশ হিসেবে মৃত্যুর তালিকায় ইতালিকে টপকে তৃতীয়স্থানে উঠে এসেছে দক্ষিণ আমেরিকার দেশটি।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্রাজিলে গত একদিনে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ২১ জনে, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। মৃত্যুর তালিকায় এখন দেশটির ওপরে কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

মৃত্যুর তালিকায় ব্রাজিলের উত্থানে তৃতীয়স্থান থেকে চতুর্থস্থানে নেমে এসেছে ইতালি। দেশটিতে মৃত্যু ৩৩ হাজার ৬০০। এই তালিকায় পঞ্চমস্থানে আছে ফ্রান্স, ২৯ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে।

ব্রাজিলে বেড়েছে আক্রান্তের সংখ্যাও বেড়েছে, ৬ লাখ ১৫ হাজার ছুঁই ছুঁই। এই তালিকায় তাদের ওপরে কেবল যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

এদিকে, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ছুঁই ছুঁই। সুস্থ হয়েছেন ২৮ লাখ ৫৩ হাজার মানুষ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!