ঢাকা: আজ বিশ্ব পরিবেশ দিবস । এবারের পরিবেশ দিবস পালিত হচ্ছে জীববৈচিত্র রক্ষার মূল প্রতিপাদ্য নিয়ে । ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পরিবেশ দূষিত হয়ে গেলে ধ্বংস হবে সমগ্র সভ্যতা।
প্রতিবছরের মতো এবারো ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭) এর গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যকে উপজীব্য করে “দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি” কার্যক্রমের যাত্রা এবং ময়ূরপঙ্খী ছাদকৃষি ও গ্রীন গার্ডেনের উদ্বোধন করা হয় ।
করোনাকালিন পরিস্থিতির এই সময়ে শুক্রবার (৫ জুন) সকালে রাজধানী মিরপুরে ময়ূরপঙ্খী কার্যালয় ভবনের ছাদে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ।
ঢাকা মহানগরের প্রত্যেকটি বাড়ির ছাদে এই ছাদকৃষি ও গ্রীন গার্ডেন যাতে করা যায় সে ব্যাপারে কাজ করবে সংস্থাটি । এছাড়া সারাদেশে ময়ূরপঙ্খীর সংস্থার সদস্য ও ভলান্টিয়ারবৃন্দ খালি জায়গায় ব্যাপক হারে গাছ লাগানোর কাজটি নিয়মিত করে যাবে ।
রুহিত সুমন কমলগঞ্জের ডাককে বলেন, প্রযুক্তি এসে যেমন আমাদের জীবনযাপনকে সহজ করেছে, তেমনই ক্ষতিকর প্রভাব পরেছে পরিবেশের ওপরে। পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের ওপরেই বর্তায়। আমরা একটু চেষ্টা করলেই পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারি ।