1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বয়ামের ঢাকনা আটকে গেলে যেভাবে খুলবেন
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

বয়ামের ঢাকনা আটকে গেলে যেভাবে খুলবেন

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪০৭ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক::  মসলা, বিভিন্ন ধরনের খাবার, আচার ভালো রাখার জন্য কাচের বয়াম ব্যবহার করেন অনেকে। অনেক দিন আটকানো অবস্থায় থাকায় কিছুদিন পর খুলতে গেলে প্রায় সময়ই ঝামেলায় পড়তে হয়। কয়েকটি পদ্ধতি মেনে এ ঝামেলা এড়ানো সম্ভব।

খালি হাত নয়

খালি বা ভেজা হাতে কখনোই বয়ামের ঢাকনা খোলার চেষ্টা করা উচিত নয়। এতে হাতে ব্যথা হতে পারে। চেষ্টা করুন মোটা কাপড়, রাবার গ্লাভস বা গামছা হাতে মুড়িয়ে নিয়ে খুলতে।

গরম পানি

একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে তাতে বয়ামটি উল্টো করে রাখুন। কয়েক মিনিট পর কাপড়ের সাহায্যে সহজে ঢাকনা খুলে ফেলা যাবে। খেয়াল রাখবেন, পানি ফুটন্ত হলে বয়াম ফেটে যেতে পারে।

হেয়ার ড্রায়ার

ঢাকনা বরাবর হেয়ার ড্রায়ার ধরে রাখুন। এক মিনিট পর রাবারের গ্লাভস পরে বয়ামের ঢাকনা খুলে ফেলুন।

রাবার ব্যান্ড

চওড়া হলে ঢাকনার ওপর একটি রাবার ব্যান্ড লাগিয়ে চাপ দিয়ে ঢাকনা ঘোরান। দ্রুত খুলে আসবে। যদি একটা দিয়ে খুলতে সমস্যা হয় দুটো রাবার ব্যান্ড ব্যবহার করতে পারেন।

চামচ ও ছুরি

বয়ামের নিচে হাত দিয়ে বা চামচ দিয়ে আস্তে করে আঘাত করলে অনেক সময় ঢাকনা সহজে খুলে আসে। মাখন লাগানোর ছুরি সাবধানে ঢাকনা এবং বয়ামের মাঝখানে স্লাইট করে ঢুকিয়ে একটু মচকে নিন। এটি সাবধানে করতে হবে যেন বয়ামের ক্ষতি না হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!