1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বৃষের পাওনা টাকা আংশিক উদ্ধার হবে, মেজাজ ঠান্ডা রাখুন কুম্ভ
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

বৃষের পাওনা টাকা আংশিক উদ্ধার হবে, মেজাজ ঠান্ডা রাখুন কুম্ভ

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৫১৩ জন পড়েছেন

আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি) : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) ঠান্ডায় স্ত্রীর সড়বায়ু দুর্বলতা দেখা দেবে। কাজের জন্য মধ্যম ভ্রমণ যোগ আছে। কর্মক্ষেত্রে সামান্য ক্ষমতা ও সম্মান বৃদ্ধি পাবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) ঠান্ডাজনিত রোগসহ হৃদ ও সড়বায়ুরোগ বৃদ্ধি পাবে। পাওনা টাকা আংশিক উদ্ধার হবে। রক্তচাপ বাড়তে পাবে।

মিথুন (২১ মে-২০ জুন) সন্তান অলসতা ও ঠান্ডা রোগে ভুগতে পারে। নগদ উদ্ধারে বাধা আসবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই) স্ত্রীর হৃদরোগ তথা উচ্চ রক্তচাপ বাড়বে। মায়ের ঠান্ডাজনিত ও স্নায়ুরোগ বাড়বে। আয় থেকে ব্যয় বাড়বে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) স্বল্প ভ্রমণে আংশিক অর্থ লাভ হবে। ছোট ভাইবোনের রোগ ভয় থাকবে। স্নায়ু ও রক্তচাপের ওষুধ নিন।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) আয় সামান্য বাড়বে। সমাজে সম্মান বাড়বে। সন্তানের হৃদরোগের ভয় আছে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) স্নায়ু দুর্বলতা দেখা দেবে। ঠান্ডায় কষ্ট বাড়বে। মায়ের রক্তচাপ ও স্নায়ু  রোগ বাড়তে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) আত্মীয়র জন্য আর্থিক ক্ষতি হবে। ভ্রমণে ব্যয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) সংসারে সম্মান ও অর্থ বৃদ্ধি হবে। ব্যাংকে সামান্য অর্থ সঞ্চয় হবে। গায়ের ব্যথা বাড়বে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) হৃদ, সড়বায়ু ও রক্তচাপ বৃদ্ধিজনিত রোগ বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। ভ্রমণ লাভজনক হবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) বিদেশ ভ্রমণের জন্য নতুন করে ব্যাংকের কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। মেজাজ ঠান্ডা রাখুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) স্ত্রীর নগদ প্রাপ্তি যোগ আছে। ব্যাংকের টাকা এখনই তোলা যাবে না। মানসিক দুর্বলতা থেকেই যাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!